
ভাবুন— আকাশে উজ্জ্বল সাদা চাঁদ হঠাৎ রঙ বদলে হয়ে গেল লালচে-তামাটে! ঠিক যেন কোনো রহস্যময় গল্পের পর্দা খুলে গেল চোখের সামনে। এমনই এক মহাজাগতিক নাটকীয়তা ঘটতে চলেছে ৭ সেপ্টেম্বর রাতে।
চন্দ্রগ্রহণের সময়সূচি
বাংলাদেশে গ্রহণ শুরু : রাত ৯টা ২৭ মিনিটে
গ্রহণ চলবে : ভোর পর্যন্ত
মোট স্থায়ীত্ব : ৭ ঘণ্টা ২৭ মিনিট
সবচেয়ে আকর্ষণীয় সময় : ৮২ মিনিট ধরে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা থাকবে — এই সময়ই দেখা যাবে রক্তিম ‘ব্লাড মুন’।
কোথা থেকে দেখা যাবে?
বাংলাদেশসহ পুরো এশিয়া
ইউরোপের কিছু অংশ
আফ্রিকা
অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল
অর্থাৎ কোটি কোটি মানুষ একইসঙ্গে এই জাদুকরী দৃশ্যের সাক্ষী হবেন।
কেন হয় ব্লাড মুন?
পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন সরাসরি সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডল লালচে আলো প্রতিফলিত করে চাঁদের পৃষ্ঠে পাঠায়। আর তখনই চাঁদ হয়ে ওঠে তামাটে বা রক্তিম।
কিভাবে উপভোগ করবেন?
অবস্থান : খোলা আকাশ বা উঁচু জায়গায় থাকুন।
সময় : রাত ৮টার পর থেকেই আকাশে নজর রাখুন।
যন্ত্রপাতি : খালি চোখে দেখা সম্ভব, তবে টেলিস্কোপ বা দুরবিনে আরও স্পষ্ট হবে।
ফটোগ্রাফি : আলোকচিত্রীদের জন্য এটি এক সোনালী সুযোগ।