থমথমে পরিবেশ, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর ভিডিও’ পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুবিন ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

রোববার বেলা ৩টা পর্যন্ত হাটহাজারীর মীরেরহাট থেকে ১১ মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জশনে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীসহ কওমি অনুসারীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। পরে ওই যুবককে ফটিকছড়ি থানা পুলিশ আটক করে।

সন্ধ্যার পর থেকে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ি শুরু করে। এক পর্যায়ে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজনা বেড়ে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষক আহমেদ দিদার কাসেমী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান নেন, আর সুন্নি অনুসারীরা অবস্থান নেন হাটহাজারীর কাচারি সড়কে। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক।

এ ঘটনায় উভয় পক্ষের দাবি অনুযায়ী অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *