
গ্যাস্ট্রিক, অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্নের মতো সাধারণ সমস্যা থেকে দ্রুত আরাম পেতে অনেকেই প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) ওষুধ যেমন Prilosec, Nexium বা Prevacid নিয়মিত ব্যবহার করেন।
তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই ধরনের ওষুধ দীর্ঘদিন খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে—বিশেষ করে বয়স্কদের মধ্যে। গবেষণায় উঠে এসেছে, PPI ব্যবহারে ক্রনিক কিডনি রোগ,
হঠাৎ কিডনি বিকল বা নীরবে দীর্ঘমেয়াদি কিডনি ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে। এ ধরনের ক্ষতির প্রাথমিক লক্ষণ প্রায়ই অনুপস্থিত থাকে, ফলে অনেকেই বুঝতে পারেন না—শুধু রক্ত ও মূত্র পরীক্ষাই একমাত্র উপায়।
তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধের দীর্ঘমেয়াদি ব্যবহার এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনে বিকল্প চিকিৎসা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের দিকে নজর দেওয়া প্রয়োজন।