
তুরস্কের উত্তরাঞ্চলে নিজের বিয়ের অনুষ্ঠান উদযাপনের সময় চালানো গুলিতে প্রাণ হারালেন এক নববিবাহিত বর। বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ২৩ বছর বয়সী বর আলি কে. গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, কনের এক নারী আত্মীয়ার হাত থেকে গুলি ছোড়া হয়েছিল।
৪৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তার বাড়ির বাগান থেকে দুটি অবৈধ পিস্তলও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের উত্তরাঞ্চলীয় কৃষ্ণসাগর এলাকায় বিয়ের আনন্দে গুলি ছোড়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ ধরনের উদযাপন বহুবার প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নিয়েছে।
মাত্র এক সপ্তাহ আগেই উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রাবজন প্রদেশে বিয়ের আগে উদযাপনে গুলি চালানো হয়। সেখানে একজন নিহত ও দুজন আহত হন। পরে বিয়ের অনুষ্ঠানটি বাতিল করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়, যাদের একজন পুলিশ কর্মকর্তা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।