ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারের আরও কয়েকজন মন্ত্রী প্রাণ হারিয়েছেন।

হুথিদের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি কর্মশালায় উপস্থিত থাকার সময় প্রধানমন্ত্রী আল-রাহাউই ও মন্ত্রীদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। তবে নিহত মন্ত্রীর সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

হুথি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত বলেছেন, “আমরা প্রতিশোধ নেবো। শহীদদের রক্তই আমাদের বিজয়ের প্রেরণা হয়ে থাকবে।” ভিডিও বার্তায় তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় তাদের সরকার অচল হবে না, বরং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথি সরকারের সামরিক স্থাপনা ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হামলা চালিয়েছে। তবে ইয়েমেনি সূত্রগুলো বলছে, বেসামরিক প্রাণহানিও ঘটেছে।

এর আগে, ২৪ আগস্ট ইসরায়েলের হামলায় সানায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হন। ইসরায়েল দাবি করছে, এসব হামলা হুথিদের রকেট ও ড্রোন আক্রমণের জবাব হিসেবে চালানো হচ্ছে।

গত বুধবার হুথিরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন চলা পর্যন্ত তারা আক্রমণ অব্যাহত রাখবে। আল-মাশাত বলেন, “আমাদের অবস্থান গাজার জনগণের পাশে, যত কষ্টই আসুক না কেন।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইঙ্গিত দিয়েছেন, হিজবুল্লাহ, হামাস কিংবা ইসলামিক জিহাদের মতো হুথিদের নেতৃত্বকেও টার্গেট করা হবে। বিশ্লেষকদের মতে, এতে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *