
পেটের ক্যানসার বিশ্বজুড়ে একটি ভয়ঙ্কর রোগ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ হয়। তবে দুঃখজনকভাবে প্রাথমিক ধাপে বেশিরভাগ রোগীর শরীরে স্পষ্ট কোনো উপসর্গ প্রকাশ পায় না। ফলে অনেক সময় চিকিৎসকরা রোগ নির্ণয়ে দেরি করেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেটের ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ রয়েছে, যা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রাথমিকভাবে যে সাতটি লক্ষণ দেখা দিতে পারে তা হলো—
১. বারবার বদহজম বা বুক জ্বালা – অল্প খাবার খেলেও অস্বস্তি অনুভব করা।
২. খাওয়ার প্রতি অনীহা – বিশেষ করে মাংসজাত খাবারের প্রতি অনাগ্রহ।
৩. বারবার বমি ভাব বা বমি হওয়া।
×
৪. অল্প খাবার খেয়েই পেট ভরা অনুভব করা।
৫. অকারণে ওজন কমে যাওয়া।
৬. অবসাদ ও দুর্বলতা – স্বাভাবিক কাজকর্মে আগ্রহ হারানো।
৭. পেটের ব্যথা বা অস্বস্তি – বিশেষ করে ওপরের দিকে স্থায়ী ব্যথা।
×
চিকিৎসকরা বলছেন, এ ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং ধূমপান-অ্যালকোহল থেকে বিরত থাকলে পেটের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।