গভীর রাতে কেঁপে উঠলো পুরো শহর, হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষাধিক বাড়ী

গভীর রাতে সাইরেনের শব্দে কেঁপে ওঠে কিয়েভ। মুহূর্তেই ড্রোন হামলায় অন্ধকারে ডুবে যায় পুরো শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখেরও বেশি বাড়িঘর। ২৮ আগস্ট রাতভর রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানীতে প্রাণ হারিয়েছেন দুই

শিশুসহ অন্তত চারজন, আহত হয়েছেন আরও ২০ জন—এমন তথ্য জানিয়েছে ইউক্রেন সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক পরিবার। রাতের আধারে আকস্মিক এ আক্রমণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। প্রাণ বাঁচাতে শহরবাসী আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে।

এদিকে জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সামগ্রী।

এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় মধ্যস্থতা সত্ত্বেও উভয় পক্ষই নিজেদের শর্তে অনড়।

রাশিয়া দাবি করছে ইউক্রেন যেন কখনো ন্যাটোর সদস্য না হয় এবং দখলকৃত অঞ্চলগুলো রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকে। অপরদিকে কোনো ভূখণ্ড ছাড় দিতে রাজি নয় কিয়েভ।

ফলে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও ফ্রন্টলাইনে যুদ্ধ চলছে পুরোদমে। সম্প্রতি কিছু নতুন গ্রামও দখল করেছে রুশ সেনারা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে,

দুই পক্ষের গভীর মতপার্থক্যের কারণে নিকট ভবিষ্যতে কোনো চূড়ান্ত শান্তি চুক্তি সম্ভব নয়। তবে ট্রাম্পের কৌশলগত পদক্ষেপ ও মধ্যস্থতাই হয়তো এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর একমাত্র সম্ভাবনা হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *