অবশেষে গ্রেপ্তার ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো’ বলা তরুণ

সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো’ বলা এক তরুণও রয়েছেন বলে ডিএমপির রমনা বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকার আবু সফিয়ান (২১) ও মুরাদনগর থানাধীন সালিয়াকান্দি ইউনিয়নের মো. শাকিল মিয়া (১৯)। এর মধ্যে শাকিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলেছিল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌গতকাল (বুধবার) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শাকিল বলেছিল সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। ‌তাদেরকে আমরা আদালতে পাঠিয়েছি। এ ছাড়া, সচিবালয়ের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *