মাঝ আকাশে বিমানের মধ্যে যাত্রীর মারামারি, অতঃপর…

বিশ্রামের চেষ্টা করছিলেন এমন এক পুরুষ যাত্রী তাদের অনুরোধ করেন, যেন তারা নিচু স্বরে কথা বলেন। কিন্তু অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে শুরু হয় তর্ক।

গত ২১ জুলাই কুয়ালালামপুর থেকে চীনের চেংডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ারএশিয়া এক্সের একটি বিমান। যেখানে বিমানটি মাঝ আকাশেই উঠতেই কয়েকজন যাত্রীদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা এবং তার হাতাহাতিতে রূপ নেয়।

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্ট এবং গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কেবিনের আলো নিভিয়ে দেওয়ার পর উচ্চস্বরে কথোপকথন করছিলেন দুই নারী যাত্রী। এতে অন্য যাত্রীরা বিরক্ত হন।

বিশ্রামের চেষ্টা করছিলেন এমন এক পুরুষ যাত্রী তাদের অনুরোধ করেন, যেন তারা নিচু স্বরে কথা বলেন। কিন্তু অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে শুরু হয় তর্ক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নারী যাত্রীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে দ্রুত পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সবুজ ও সাদা ক্যাপ পরা এক নারী যাত্রী আসনের ওপর উঠে এক পুরুষ যাত্রীকে একের পর এক ঘুষি মারছেন। ওই ব্যক্তি নিজের ট্রে টেবিলের আড়ালে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পাশে থাকা কেবিন ক্রুরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *