‘র’-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র)-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নয়াদিল্লির একটি আদালত। অপহরণ ও চাঁদাবাজির মামলায় আদালতে হাজির না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিকাশ যাদবকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ওয়াশিংটনের দাবি, তিনি নিউইয়র্কভিত্তিক খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র ও অর্থপাচারের সঙ্গে যুক্ত ছিলেন। দিল্লিতে চলমান মামলায় তাকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বিচার মুখোমুখি হতে হচ্ছে।

পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ সৌরভ প্রতাপ সিং লাল সোমবার এ পরোয়ানা জারি করেন। একাধিকবার সমন জারি করা হলেও বিকাশ হাজির হননি। আদালত তার জামিনদারের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের বিরুদ্ধে পান্নুন হত্যাচেষ্টার মামলা করেন, যেখানে ‘সিসি-১’ হিসেবে পরিচিত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে ১৮ ডিসেম্বর দিল্লি পুলিশের বিশেষ শাখা বিকাশ যাদবকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে। চার মাস তিহার জেলে থাকার পর ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি জামিনে মুক্তি পান।

যুক্তরাষ্ট্র ২০২৪ সালের অক্টোবর মাসে নতুন অভিযোগপত্র প্রকাশ করে, যেখানে স্পষ্টভাবে বিকাশ যাদবকে ‘সিসি-১’ হিসেবে উল্লেখ করা হয়। তিনি ভারত সরকারের কেবিনেট সেক্রেটারিয়েটের কর্মকর্তা ছিলেন, তবে পরবর্তীতে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।

তদন্তকারীরা আরও জানাচ্ছেন, বিকাশ যাদবের সঙ্গে দুবাইভিত্তিক একটি অনলাইন বেটিং নেটওয়ার্কের সন্দেহভাজন ব্যক্তির সম্ভাব্য যোগাযোগও যাচাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *