যেভাবে তৈরি করবেন ফেসবুকের নতুন ট্রেন্ড থ্রিডি ফিগারিন

সোশ্যাল মিডিয়ায় এখন নতুন এক ডিজিটাল ক্রেজ—‘ন্যানো ব্যানানা’। ক্ষুদ্রাকার এই থ্রিডি ফিগারিনগুলো দেখতে খেলনা-মিনিয়েচারের মতো হলেও, এগুলো পুরোপুরি এআই প্রযুক্তির তৈরি ডিজিটাল অবয়ব। গুগলের সর্বশেষ এআই টুল Gemini 2.5 Flash Image ব্যবহার করেই কয়েক সেকেন্ডে বানানো যাচ্ছে এই অভিনব কার্টুনধর্মী চরিত্র।

মূলত মজার নামেই পরিচিতি পাওয়া এই ট্রেন্ড আসলে এআই-ভিত্তিক ছোট আকারের থ্রিডি ফিগারিন। কেউ নিজের ডিজিটাল প্রতিকৃতি বানাচ্ছেন, কেউ আবার প্রিয় তারকা, পোষা প্রাণী বা রাজনৈতিক নেতাদের ক্ষুদ্র রূপ ফুটিয়ে তুলছেন এতে। মিম সংস্কৃতির ভক্তদের হাত ধরেই নামটি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

জনপ্রিয় হওয়ার কারণ

সহজ ব্যবহার: গুগলের এআই টুল এতটাই ইউজার-ফ্রেন্ডলি যে কোনো বিশেষ দক্ষতা ছাড়াই যে কেউ ফিগারিন তৈরি করতে পারেন।

সৃজনশীল স্বাধীনতা: শুধু ছবি বা একটি টেক্সট প্রম্পট দিলেই মিলছে পছন্দসই ডিজাইন।

সোশ্যাল মিডিয়ার প্রভাব: ইনস্টাগ্রাম, টিকটক, এক্স (টুইটার) ও ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা নিজেদের ফিগারিন শেয়ার করায় ট্রেন্ডটি দ্রুত ভাইরাল হয়েছে।

বিনা খরচে ও দ্রুত: মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল অবয়ব।

কীভাবে বানাবেন

১. গুগল জেমিনি অ্যাপ বা ওয়েবসাইটে যান।
২. যে ব্যক্তির ফিগারিন বানাতে চান, তার ছবি আপলোড করুন (ছবি না থাকলে শুধু টেক্সট প্রম্পটও চলবে)।
৩. অফিসিয়াল প্রম্পট কপি করে টেক্সট বক্সে পেস্ট করুন।
৪. ‘জেনারেট’ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ফলাফল না পছন্দ হলে ছবি বা প্রম্পট পরিবর্তন করুন।

চাইলে বাড়তি প্রম্পট ব্যবহার করে ভিন্ন লুকও দেওয়া যায়—যেমন ১৬-বিট ভিডিও গেম চরিত্র বা হলোগ্রাফিক ডিজাইন।

ডিজিটাল আর্টপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর কিংবা সাধারণ ব্যবহারকারী—সবাই মেতে উঠেছেন এই ট্রেন্ডে। মুহূর্তেই নিজের বা প্রিয়জনের ক্ষুদ্রাকৃতির থ্রিডি অবয়ব তৈরি করার সুযোগই ‘ন্যানো ব্যানানা’-কে সোশ্যাল মিডিয়ার সর্বশেষ ভাইরাল সেনসেশনে পরিণত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *