
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে সাতটি বড় সংঘাত তিনি বন্ধ করেছেন এবং এর কৃতিত্বে তার একাধিক নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে আমরা এখন এমন সব কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।”
তিনি আরও দাবি করেন, বাণিজ্যের মাধ্যমেই ভারত-পাকিস্তান সংঘাতের অবসান ঘটান তিনি। “আমি বলেছিলাম, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রেখো, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।”
ট্রাম্প বলেন, তার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর সংঘাত থেমে গেছে। “সব মিলিয়ে প্রায় ৬০ শতাংশ যুদ্ধ বাণিজ্যের কারণে বন্ধ হয়েছে,” মন্তব্য করেন তিনি।
নোবেল প্রসঙ্গে ট্রাম্পের দাবি, “অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি তবে নোবেল শান্তি পুরস্কার পাব। আমি বলি, তাহলে বাকি সাতটা কী হবে? প্রতিটার জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও এ সংঘাতের সমাধান সহজ হবে ভেবে ভুল করেছিলেন। তবে কোনো না কোনোভাবে এই যুদ্ধও থামবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।