
যুক্তরাষ্ট্রের একটি স্টোর থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবরটি প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, পুলিশ যখন তাকে প্রশ্ন করার চেষ্টা করছিল, তখন তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন এবং শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, বড় করে নিশ্বাস নিন। আপনি এভাবে কাঁদতে থাকলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না।
পুলিশের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি ইংরেজি খুব ভালোভাবে বলতে পারেন না এবং তার মাতৃভাষা গুজরাটি। শারীরিক কোনো অসুস্থতা বা জটিলতা আছে কি না জানতে চাইলে, তিনি কোনো গুরুতর সমস্যা না থাকার কথা জানান।
দোকানের কর্মীরা পুলিশকে জানান, ওই নারী দোকানের একজন নিয়মিত ক্রেতা। তবে, এবারই প্রথম তিনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দোকানের বিভিন্ন আইল থেকে মোটামুটি সব ধরনের জিনিস একটি কার্টে ভরে নেয়া এবং মূল্য পরিশোধ না করে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মাথাপিছু জিনিসগুলো পুনরায় বিক্রি করার পরিকল্পনা করছিলেন তিনি। পুলিশ তাকে জানায়, এ ঘটনায় তাকে আদালতে হাজিরা দিতে হবে।