
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
রিটার্নিং অফিসার বলেন, “আমাদের ধারণা, মোট ভোটের প্রায় ৮০ শতাংশ বা তার বেশি কাস্ট হয়েছে। ফলাফল রাতের মধ্যেই জানানো হবে।”
আজ বিকেল ৪টায় বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রে গণনা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছিল।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে ৭৫%, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%, অমর একুশে হলে ৬২% এবং বিজয় একাত্তর হলে ৮৫.০২% ভোট পড়েছে। অন্যান্য হলের তথ্য এখনো পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে অংশ নিয়েছে অন্তত ১০টি প্যানেল। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই আন্দোলন-সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন।