
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, কেন্দ্রে কিছু প্রার্থী আচরণবিধি উপেক্ষা করে ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের স্লিপ বিতরণ করছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল কেন্দ্রের মধ্যে কোনো ডেস্ক বসানো যাবে না এবং স্লিপও দেওয়া যাবে না।
সদিক কায়েম মঙ্গলবার সকালে ভোটকেন্দ্রে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ তুলে বলেন, “আমরা আশা করি, সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং নির্বাচনের নিয়ম মেনে চলবে। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্রকে দৃঢ় করতে চাই। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামব না। আমরা বিশ্বাস রাখি, শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।”