মসজিদে মাইকের আজানে ছাত্রলীগ নেতার ঘুমের ব্যাঘাত, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দি‌য়ে‌ছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। এ ঘটনার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ওই ছাত্রলীগ

নেতা আলমাস সরদারের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খবির সরদার (৫০) মৃত ইউনূস সরদারের ছেলে ও বড়কান্দি ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানাযায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মসজিদে ভোররাতে মাইকে আজান দেওয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ইমামকে হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা

আলমাস সরদার। মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় ও পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয় ছাত্রলীগ নেতা আলমাস সরদার। গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির

সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারের সাথে ছাত্রলীগ নেতা আলমাস সরদারের সাথে কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে ছাত্রলীগ নেতা আলমাস সরদার খবির সরদারকে ছুরিকাঘাত রাস্তার পাশে ফেলে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, মসজিদের মাইকে আজান ও বয়ান দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই ও আমাদের ওপর আরও ক্ষিপ্ত ছিল। প‌রে সুযোগ বুঝে খবির সরদারকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, মসজিদের মাইকে আজান দিলে ছাত্রলীগ নেতা আলমাস সরদারের ঘুমে ব্যাঘাত হয় তাই সে মসজিদে এসে হুজুরকে হুমকি দেয়। পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায়। তাই ওই আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা খবির সরদারকে হত্যা করেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *