
লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রক্ত পরিশোধন, খাবার হজমে সহায়তা, টক্সিন বের করে দেওয়া—এসব কাজের জন্য লিভারের উপরেই নির্ভর করতে হয়। কিন্তু নীরবে লিভার আক্রান্ত হলেও অনেক সময় আমরা বুঝতে পারি না।
সামান্য লক্ষণকে অবহেলা করার কারণে বড় ধরনের অসুস্থতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি অজানা লক্ষণ সময়মতো চিনতে পারলেই লিভারের ক্ষতি ঠেকানো সম্ভব।
চলুন জেনে নিই লিভার নষ্ট হওয়ার ৫টি অজানা লক্ষণ—
ত্বক ও চোখ হলদেটে হয়ে যাওয়া
লিভারের সমস্যা হলে শরীরে বিলিরুবিন নামক রঞ্জক পদার্থ বেড়ে যায়। এর ফলে চোখের সাদা অংশ ও ত্বক হলদেটে হয়ে যায়। একে জন্ডিস বলা হয়, যা লিভারের অসুস্থতার বড় সতর্ক সংকেত।
পেট ফেঁপে যাওয়া ও ডানপাশে ব্যথা
লিভার ক্ষতিগ্রস্ত হলে পেটে পানি জমতে শুরু করে। এতে পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যায় এবং ডানপাশে বা পেটের ডান দিকের ওপরিভাগে ব্যথা অনুভূত হতে পারে।
অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা
লিভার শরীরে এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু লিভার সঠিকভাবে কাজ না করলে শরীরে শক্তি কমে যায়, সবসময় ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়।
অরুচি ও বমি ভাব
লিভার অসুস্থ হলে খাবারের প্রতি আগ্রহ কমে যায়। নিয়মিত অরুচি, বমি ভাব বা হালকা বমি হওয়া লিভার ক্ষতির ইঙ্গিত দিতে পারে।
সহজে রক্তক্ষরণ ও ক্ষত শুকাতে দেরি হওয়া
লিভার আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করে। কিন্তু লিভারের সমস্যা হলে সামান্য আঘাতেই রক্তক্ষরণ হতে পারে এবং ক্ষত শুকাতে দেরি হয়।
এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা শুরু করলে লিভারের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, মদ্যপান থেকে বিরত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা লিভারকে সুরক্ষিত রাখে।