
বিশ্বের সেরা তিন পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ওই তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। আর বাংলাদেশের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক শিল্প। প্রতি বছর এই খাত থেকে শত শত কোটি ডলারের ব্যবসা হয় এবং পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে পোশাক রপ্তানি করে।
বিশ্বজুড়ে তৈরি পোশাক শিল্প খাতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ কাজ করে। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিবেদনে ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০টি রপ্তানিকারক দেশ কত মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার শীর্ষে থাকা চীন ২০২৩ সালে ২৬০ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে ৩০১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশ ৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তৃতীয় স্থানে থাকা ভিয়েতনাম ২০২৩ সালে ৪২ দশমিক ১ ও ২০২৪ সালে ৪৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তুরস্ক। এ দেশটি ২০২৩ সালে ৩৮ দশমিক ৬ এবং ২০২৪ সালে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি থেকে আয় করেছে।
পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটি ২০২৩ সালে ৩৭ দশমিক ৫ এবং ২০২৪ সালে ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে এ খাত থেকে।
এরপর ৬ষ্ঠ স্থানে থাকা ইতালি ২০২৩ সালে ৩৭ দশমিক ১ ও জার্মানি ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এ দুটি দেশের ২০২৪ সালের আয়ের তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ পোশাক আমদানি করে থাকে। দেশটি আবার অন্য দেশে পোশাক রপ্তানিও করে। ২০২৩ সালে পোশাক শিল্প থেকে মার্কিনিদের আয় ছিল ২১ দশমিক ৮ বিলিয়ন এবং ২০২৪ সালে আয় করেছে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাদের অবস্থান বিশ্বে অষ্টম।
নবম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। দেশটি ২০২৩ সালে ১৮ দশমিক ৪ এবং ২০২৪ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার পোশাক খাত থেকে আয় করেছে।
তালিকার দশম স্থানে রয়েছে স্পেন। দেশটি ২০২৩ সালে ১৪ দশমিক ৬ বিলিয়ন এবং ২০২৪ সালে ২১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।