
দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ সমন্বয়ের পর প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা (প্রতি ভরি)
* ২২ ক্যারেট: ১,৯৪,৮৫৯ টাকা
* ২১ ক্যারেট: ১,৮৬,০০৬ টাকা
* ১৮ ক্যারেট: ১,৫৯,৪২৪ টাকা
* সনাতন পদ্ধতি: ১,৩২,৩৫১ টাকা
অতিরিক্ত খরচ
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে যুক্ত হবে:
সরকার নির্ধারিত ৫% ভ্যাট*
বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি (গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে)
সাম্প্রতিক দাম পরিবর্তনের ধাপ
* ১৮ সেপ্টেম্বর: টানা ৮ দফা বাড়ানোর পর ভরিতে ১,৪৭০ টাকা কমানো* হয়। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় *১,৮৮,১৫২ টাকা।
* ২২ সেপ্টেম্বর: প্রথম দফায় দাম ১,৮৮৯ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১,৯১,১৯৬ টাকা*।
* ২৩ সেপ্টেম্বর: দ্বিতীয় দফায় আবারও ৫,৫৫২ টাকা বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড তৈরি হয় — ১,৯৪,৮৫৯ টাকা।