শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে গ্ৰীষ্মকালীন আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসভার মিনি স্টেডিয়ামে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আন্তঃবিদ্যালয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয়লাভ করে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পৌর শহরের পায়রা চত্বর এলাকায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামফলক ও ভবনের জানালার কাচ ভাঙচুর করে। অন্যদিকে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে দেবীগঞ্জ-ডোমার সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসতেছিল। এ সময় তাদের ওপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের ৭ জনের মতো আহত হয়েছে। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মূল গেট লাগিয়ে ভেতরে ছিল। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, আমাদের দুজন শিক্ষকসহ ১০-১২ শিক্ষার্থী আহত হয়েছে। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই হামলা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাধানের আশ্বাস দিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *