এক প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক কোনো তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে এই পরিমাণ ছিল অর্ধেক তথা ২ কোটি ৫০ লাখ ডলার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে বন্ডি অভিযোগ করেন, মাদুরো ট্রেন দে আরাগুয়া এবং সিনালোয়া কার্টেলের মতো সংগঠনের সঙ্গে সহযোগিতা করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে মাদুরো সম্পর্কিত তথ্যের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল মন্তব্য করেন, বন্ডির পুরস্কার ঘোষণার বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ এবং এটি আমাদের দেখা ‘অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে ধামাচাপা দেওয়ার সবচেয়ে হাস্যকর প্রচেষ্টা’।

টেলিগ্রামে পোস্ট করে জিল বলেন, ‘আমরা আমাদের মাতৃভূমির সম্মান বিকিয়ে দেব না। আমরা এই চাঁছাছোলা রাজনৈতিক অপপ্রচারের অভিযানকে নাকচ করছি’।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো ও ভেনেজুয়েলার অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’ ষড়যন্ত্রে জড়িত থাকাসহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়।

তথ্যসূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *