গোপালগঞ্জ থেকেও এনসিপির সমাবেশে মিছিল এসেছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মভূমি হওয়ায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা গোপালগঞ্জে গেলে হামলার ঘটনা ঘটে।

সেই গোপালগঞ্জ থেকে আসা একটা মিছিল এনসিপির সমাবেশে যোগ দিয়েছে। রোববার বিকেল সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মিছিল এসে যোগ দেয়।

মিছিলটি সমাবেশস্থলে প্রবেশ করলে মাইকে ঘোষণা দেওয়া হয়- ‘গোপালগঞ্জ জেলা থেকে একটা বিশাল মিছিল এনসিপির সমাবেশে এসে যোগ দিয়েছে। তাদের স্বাগত জানাই।’

এর আগে রোববার দুপুর থেকেই দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসছেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় হওয়া স্লোগানও দিচ্ছেন।

সমাবেশের কারণে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। তবে নেতাকর্মীদের বহনকারী বাসগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখার দলীয় নির্দেশনা থাকলেও গণিত ভবনসহ আশেপাশের এলাকায় অনেকগুলো বাস দেখা গেছে।

ইতোমধ্যে সমাবেশস্থলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *