ওবায়দুল কাদেরের যেসব কুকীর্তি ফাঁস করল ভারত!

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এক প্রতিবেদনে দাবি করেছে, ভারতে আশ্রয় নেওয়ার পর ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাঁদাবাজি ও রাজনৈতিক দখলদারিত্ব চালাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে তার বিরুদ্ধে উঠে এসেছে অননুমোদিত গ্রুপ গঠন ও ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিতে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হচ্ছে।

এর আগেই নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। ‘নিউজ ১৮’ জানিয়েছে, এখন ভার্চুয়ালি দলের কার্যক্রম চালানো হচ্ছে মূলত টেলিগ্রামভিত্তিক প্ল্যাটফর্মে, যেখানে রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক।

এসব বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, এমপি, জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও। প্রতিবেদন অনুযায়ী, এসব সেশনে শেখ হাসিনা নিজে উপস্থিত থাকলে তার সামনে কে কথা বলবে—তাও নির্ধারিত হচ্ছে টাকার বিনিময়ে।

এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছেন ওবায়দুল কাদের। অভিযোগ উঠেছে, তিনি দলের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকেও টাকা নিয়েছেন শুধু শেখ হাসিনার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার কথা বলে।

এছাড়া ওবায়দুল কাদের নিজেই প্রতিদিন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে উপস্থিত হয়ে ‘ঢাকা ঘেরাও’সহ নানা কর্মসূচির ডাক দিচ্ছেন। তবে এসব আহ্বানে নেই কোনো সময়সীমা বা সুসংহত পরিকল্পনা—যা দলের অভ্যন্তরে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছে।

আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা ‘নিউজ ১৮’কে বলেন, “কর্মীরা এখন ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করছে। তিনি নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতেই অসংখ্য টেলিগ্রাম গ্রুপ চালাচ্ছেন—যা আসলে দলীয় নয়, ব্যক্তিগত অর্থনৈতিক প্রতারণার মাধ্যম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *