এবার চাঁদাবাজকে গণধোলাই দিলো এলাকাবাসী

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে মো. মানিক ওরফে ‘কালা মানিক’ নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে এ জেলার ইকোনমিক জোনের ভেতরে বিএসএল কোম্পানির সাইটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা মানিক ওইদিন বিকেলে সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ঢুকে তিনটি পণ্যবাহী ট্রাক আটকে চাঁদা দাবি করে। এ ঘটনায় শ্রমিক ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণধোলাই দেয় এবং পরে ডিবি পুলিশকে খবর দেয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ‘স্থানীয়রা মানিককে ধরে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।’

গ্রেপ্তার মানিক সিরাজগঞ্জ সদর উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একরামুল হোসাইন বলেন, ‘মানিক একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *