মদ্যপান নিয়ে কথা কাটাকাটি, পাথর দিয়ে বন্ধুকে হত্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উসাইশৈ মারমা (১৮) রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড বেক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।

আটককৃতরা হলেন—৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড শীলবান্ধা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) ও একইপাড়ার বাসিন্দা লোওয়াইসামং মারমা ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)। মদ্যপান নিয়ে কথা কাটাকাটি, পাথর দিয়ে বন্ধুকে খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তিন বন্ধু মিলে শীলাবান্ধপাড়ায় মদপান করছিলেন। সেখানে গভীর রাত পর্যন্ত মদপানে মেতে ছিলেন তারা। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বাকি দুজন মিলে উসাইশৈ মারমাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর তারা মরদেহ তারাছা খালে ফেলে দেয়।

এদিকে হত্যার ঘটনা শোনার পর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্য বলেন, গত শুক্রবার মদপানকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুকে বন্ধু খুন করে। দুদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর করিম বলেন, কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। ওই যুবকের মরদেহ তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *