ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিতর্কিত দাবি করার পর যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।

ইস্কান্দার আলী ওরফে জনি (৪২) ছিলেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আইসিটি আইনে একাধিক মামলা রয়েছে।

ডিবির তথ্যমতে, জনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন—“যশোর সেনানিবাসে অবস্থানকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আনসারুল হক।”

পরে এই দাবি ঘিরে তোলপাড় শুরু হলে, যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা একে “পুরোপুরি ভিত্তিহীন” বলে উড়িয়ে দেন।

যশোর জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, যুবদলের আরেক নেতা কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জনি। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার অপপ্রচার চালিয়ে আসছিলেন তিনি। এইসব কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জনিকে বহিষ্কার করা হয়।

আটকের পর জনিকে শনিবার (২৬ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি বলছে, প্রযুক্তির সহায়তায় জনির অবস্থান শনাক্ত করে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *