বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত হলেন স্বজনরা

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত এক শিক্ষার্থীর লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত হলেন তার স্বজনরা। সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হলো, টাঙ্গাইলের সখিপুর উপজেলার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মেহনাজ আফরিন হুমাইরা (৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় এ পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২৭ জন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

এসব নিহত শিক্ষার্থীর মধ্যে হুমাইরার লাশ নিয়ে সোমবার রাতে একটি অ্যাম্বুলেন্সযোগে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন তার স্বজনরা।যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছলে মহাসড়কের আইল্যান্ডের সাথে লেগে উল্টে যায়।

এসময় ওই অ্যাম্বুলেন্সে থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।পরে আহতদের স্থানীয় সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তারা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সযোগে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়।

ওই সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশারফ হোসেন জানান, রাতে দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন। কিন্তু তারা গুরুতর অবস্থায় ছিল না। এসময় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সযোগে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *