গোপালগঞ্জে কারফিউ নিয়ে সরকারের নতুন নির্দেশনা !

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগামীকাল দুপুরে ৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত কারফিউ চলবে।

আবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
গতকাল গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে শুরুতে ১৪৪ ধারা জারি করা হয়। পরে আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।

যা আজ সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *