গণঅভ্যুত্থানকে ‘জুলাই দাঙ্গা’ বললেন শেখ হাসিনার ছেলে জয়

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘জুলাই দাঙ্গা’ হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হওয়া ‘জুলাই দাঙ্গা’ ছিল

বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন— কেউ সচেতনভাবে, কেউবা না বুঝে বিভ্রান্ত হয়ে।

মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন সজীব ওয়াজেদ জয়। জয় তার ফেসবুকে লেখেন, ‘ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু।

আসুন, একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। ‘পেশাজীবী সমাজের বহু সদস্য, যাঁরা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব, ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন।

আজ, মাত্র ১০ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন— তাঁরা কী ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে, একটি স্বৈরাচারী, জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে।’

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, কিংবা ব্যক্তিগতভাবে যাঁদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি— তাঁদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, নেই প্রতিশোধের মনোভাব।’

জয় দাবি করেন, ‘আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে, আমরা সবসময় ক্ষমার, সহমর্মিতার, আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি।’

‘আপনারা যাঁরা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন— তাহলে আসুন, দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দল-মত-পেশা-অভিপ্রায় ভুলে গিয়ে, আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈরশাসকের কবল থেকে রক্ষা করার।

সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লেখেন, ‘দেরীতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার। এখন সময় জাতির পাশে দাঁড়ানোর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *