এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ!

ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। শনিবার (২৮ জুন) এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করে।

খবরটি প্রকাশ করেছে মেহের নিউজ। ইসরায়েলের সামরিক বাহিনীর ‘ইন্টারনাল ফ্রন্ট কমান্ড’ এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য হুমকির আশঙ্কায় দক্ষিণ, পশ্চিম ও মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর উপকূল, লাচিশ এবং আরাবাহ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এখনো পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং ইয়েমেন থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, যাদের এর আগেও ইসরায়েল লক্ষ্য করে এমন হামলার ইতিহাস রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর তৎপরতা—সব মিলিয়ে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *