এবার ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ট্রাম্প!

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির সর্বশেষ অবস্থা নিয়ে আরও কিছু মন্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমি মনে করি উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।” তিনি যোগ করেন, “আমি নিশ্চিত নই তারা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। তারা তাদের লোকজনকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি।”

তবে ট্রাম্প বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের ওপর। তিনি বলেন, “ইসরায়েল এমনভাবে বোমা ফেলেছে, যা আমি জীবনে কখনো দেখিনি—আর তারা তা করেছে যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পরপরই।”

ট্রাম্প বলেন, “আমি যখন বলি ‘তোমাদের হাতে ১২ ঘণ্টা আছে’, তখন কেউ গিয়ে প্রথম ঘণ্টাতেই সবকিছু ঝাঁপিয়ে ফেলে দেয় না।”

তিনি ক্ষুব্ধভাবে বলেন, “আমাদের এখন এমন দুটি দেশ আছে যারা এতদিন ধরে এত কঠিনভাবে যুদ্ধ করেছে যে, তারা নিজেরাও জানে না ওরা কিসের মধ্যে আছে!”

এই মন্তব্যের পর ট্রাম্প মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আর কোনো কথা বলেননি। সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *