ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, আবার যুদ্ধ শুরু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাবে আমরা শক্তভাবে প্রতিক্রিয়া দেখাব।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) তেহরানে বিস্তৃত সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য করা হবে ইরানি শাসকগোষ্ঠীর ঘাঁটি ও সন্ত্রাসী অবকাঠামো।

এদিকে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার ভোরে বলেন, “ইসরায়েল হামলা বন্ধ না করলে, আমাদের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।”

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যদিও এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে কিনা—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনার ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে অঞ্চলটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *