রাতে ঘুমের মধ্যে যে ৪টি লক্ষণ হৃদরোগের সঙ্কেত দেয়!

বাহ্যিকভাবে সুস্থ-সবল দেখালেও হঠাৎ করেই কারও হার্ট ফেলিওর হতে পারে এমন ঘটনাই এখন ঘন ঘন শোনা যাচ্ছে। বিশেষ করে কম বয়সিদের মধ্যেও এ প্রবণতা বাড়ছে। নেপথ্যে রয়েছে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাবসহ নানা কারণ।

চিকিৎসকরা জানাচ্ছেন, হার্ট ফেলিওর হয় তখনই যখন হৃদপিণ্ডের পেশি দুর্বল হয়ে রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং নানা জটিলতা তৈরি হয়। তবে হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর এক নয়। হার্ট অ্যাটাকে হঠাৎ রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, আর হার্ট ফেলিওরে ধীরে ধীরে হার্টের কার্যক্ষমতা কমতে থাকে।

গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমের মধ্যেই হার্ট ফেলিওরের বেশ কিছু উপসর্গ ধরা পড়ে। এগুলো অবহেলা করলে বড় ধরনের বিপদ ঘটতে পারে।

হার্ট ফেলিওরের ঘুমের সময়কার উপসর্গগুলো:

অনেক সময় ফুসফুসে তরল জমে যায়, ফলে সোজা হয়ে শোয়া যায় না। রাতে হঠাৎ কাশি ও শ্বাসকষ্ট হতে পারে।

শুয়ে থাকার সময় শ্বাস নিতে কষ্ট হলে তা হার্ট ফেলিওরের সতর্কবার্তা।

পা, গোড়ালি বা পায়ের পাতায় ফোলা দেখা দিলে সেটিও হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে। অনেকের ক্ষেত্রে পেটে ফোলাভাবও দেখা দেয়।

ঘুমের মধ্যে হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গিয়ে বুক ধড়ফড় করতে পারে, যা রোগীকে ঘন ঘন জাগিয়ে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে হঠাৎ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *