ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগেই ট্রাম্প এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

হোয়াইট হাউসের দৈনিক সূচি অনুযায়ী, রিপাবলিকান ট্রাম্প ওভাল অফিস থেকে স্থানীয় সময় দুপুর ২টায় এই ঘোষণা দেবেন।তবে অনুষ্ঠানের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত একটি রোমাঞ্চকর ঘোষণা দেবেন। তিনিও ট্রাম্প কী বলবেন সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।

তবে গত এক সপ্তাহের মধ্যে জনসমক্ষে এটিই ট্রাম্পের প্রথম অনুষ্ঠান। ট্রম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, পুনরায় দায়িত্বে আসার পর অন্তত ছয়টি যুদ্ধ শেষ করার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য,

যদিও ইউক্রেন ও গাজায় যুদ্ধবিরতি এখনো ধরাছোঁয়ার বাইরে। তার পরও তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার বলেছেন, তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখতে চান। কারণ বর্তমান নাম খুবই ‘প্রতিরক্ষামূলক’।

২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যখন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছিলাম, তখন এই নামই ছিল।

আমরা সব কিছু জিতেছি।’
তিনি আরো বলেন, ‘প্রতিরক্ষা শব্দটি অনেকটা প্রতিরক্ষামূলক। আমরা অবশ্য প্রতিরক্ষামূলক হতে চাই, কিন্তু আক্রমণাত্মকও হতে হবে। এটি আমার কাছে ভালো শোনায়।’

ট্রম্প বলেন, তিনি জানেন না নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে কি না, তবে যদি লাগে, তিনি নিশ্চিত যে আইন প্রণেতারা এতে রাজি হবেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটও গত সপ্তাহে একটি দীর্ঘ ক্যাবিনেট বৈঠকে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফক্স নিউজের সাবেক কন্ট্রিবিউটর ও অভিজ্ঞ এই সামরিক কর্মকর্তা বলেন, ‘এটি কেবল শব্দের ব্যাপার নয়, এটি যোদ্ধাদের নীতির সঙ্গে সম্পর্কিত। আমরা যুদ্ধ চাই না, আমরা তা অনুসন্ধান করি না। আপনি হলেন শান্তির প্রেসিডেন্ট, স্যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *