ধরা পড়ে ঢাকা কলেজছাত্র বললেন আমি রোকেয়া হলে থাকি!

আসন্ন ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে ভোট চাইতে এসে নিজেকে মেয়েদের ছাত্রাবাস রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দিলেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এজিএস প্রার্থী মহিউদ্দিন রনির জেরার মুখে পড়ে তিনি এই পরিচয় দেন।

রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মহিউদ্দিন রনি তার ফেসবুকে ‘ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করেন।

মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছিলেন মনিরুজ্জমান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী।

এ সময় তিনি মহিউদ্দিন রনিকে লিফলেট দিয়ে ভোট চাইলে রনি তার পরিচয় জানতে চান। রনির জেরার মুখে ঢাকা কলেজের ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন।

যদিও রোকেয়া হল মেয়েদের বলে জানানোর পর সেই ছেলে নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে স্বীকার করেন। এ সময় ঢাকা কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

একই পেজে ‘ডাকসু নির্বাচনে বহিরাগত এনে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল’ শিরোনামে দেওয়া আরও একটি ভিডিওতে দেখা যায়, কার্জন হল এলাকায় ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী নিত্যনন্দ পালের পক্ষে ভোট চাইতে আসা এক শিক্ষার্থীকে মহিউদ্দিন রনি ঢাকা কলেজের ছাত্র কিনা জিজ্ঞেস করতেই তিনি স্বীকার করে নেন।

ভিডিওতে মহিউদ্দিন রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ঢাকা কলেজের ছাত্র এসে ভোট চাওয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রদলের ভাইয়েরা যেটা করছেন এটা অন্যায়। এর আগেও কয়েকজনকে দেখেছি, এটা দেখলাম, আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। আজকে আপনারা প্রচারণা চালাতে বহিরাগত নিয়ে আসছেন, ভোটের দিন দেখা যাবে বহিরাগত এনে বিশাল লাইন দিয়ে রাখবেন। এমনও তো হতে পারে আপনারা আওয়ামী লীগের মতো ভোট পিটাবেন। এটা আসলে একটা ঘৃণিত কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *