
তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে শাহবাগে অবস্থান নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা দিলে পুলিশ বাধা
দেয় এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ৩৩% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
২. ১০ম গ্রেডের চাকরি সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা।
এর আগে, মঙ্গলবারও তারা পাঁচ ঘণ্টা শাহবাগে অবস্থান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব এলে সচিব কমিটি বিষয়টি সমাধান করবে।