এবার বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘে নাক কাটা গেল ভারতের!

এবার বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘে নাক কাটা গেল ভারতের!

বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শান্তিরক্ষী পাঠানো ভারতের এবার জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নাক কাটা গেল। কাশ্মীর ও মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এ নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে।

জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর ভারতজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম সভায় গাজা, ইউক্রেন, আফগানিস্তানের পাশাপাশি ভারতের নামও উঠে আসে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, কাশ্মীরে চলছে তীব্র দমন-পীড়ন। বিশেষ করে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর নিপীড়নের ঘটনা বাড়ছে।

শুধু কাশ্মীরই নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সহিংসতা চলা এই রাজ্যের সংকট সমাধানে ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *