মধ্যরাতে ইলিয়াসকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের বার্তা

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন অ্যাকটিভিস্ট, লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লেখেন, ‘ইলিয়াসের নামে ডা জাহেদের স্ত্রী মামলা দিয়েছে। এটা জাহেদের স্ত্রীর মামলা না আসলে জাহেদের মামলা। প্রশ্ন হচ্ছে, ইলিয়াসের কী দোষ এইখানে?’

‘যার বিরুদ্ধে সে নিজেই ব্লাকমেইল করার অভিযোগ আনতেছে’ উল্লেখ করে পিনাকী আরও জানান, ‘ব্লাকমেইল করবে একজন আর মামলা হবে যে এইটা আনকভার করলো তার নামে? কি তামাশা। বাংলাদেশের আদালতে সবাই কি উন্মাদ হয়ে গেছে?’

পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘এই মামলা যদি আমলে নেয়া হয় তাইলে কলে খবর আছে। ইলিয়াসের গায়ে হাত দিলে আমি তারে ছাইড়া দিবো না। মাইন্ড ইট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *