
একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মহল থেকে শুরু হয় দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা।
তবে এমন পরিস্থিতি বেশি সময় টিকতে পারেনি। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনা-সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে।
গত কয়েকদিন আগে একটি উঠান বৈঠকে যোগ দিতে হাসনাত আব্দুল্লাহ যান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তখন হাসনাত-সহ এনসিপি নেতাদের জন্য উপহার পাঠান রুমিন ফারহানা। এরপর থেকেই দুই নেতার সম্পর্কের বরফ গলতে শুরু করে।
একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহকে উপহার পাঠানো প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘হাসনাত আমাকে ফোন করে বলল, আপা আমি আপনার এলাকায় যাচ্ছি।
তখন আমি বললাম, আমার নেতাকর্মীদের বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগত জানাবে। যখন হাসনাত জিজ্ঞাসা করল, আপা আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণাড়িয়ার স্পেশালিটি কী? তখন আমি ছানামুখী পাঠিয়েছি।’