
বিশ্ব পর্যটন দিবসের শ্রেণির পরিবর্তন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন হবে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে।
বিশ্বপর্যটন দিবসের শ্রেণি পরিবর্তন প্রস্তাব অনুমোদনের পর থেকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, ২৭ সেপ্টেম্বর ছুটি থাকবে কি না।
‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলির মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়।
সাধারণত ‘খ’ শ্রেণির দিবসগুলিতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়।
এদিন সরকারি কোনো ছুটি থাকে না। দিবসটি সরকারিভাবে পালিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে না।