২৪ ঘণ্টার মধ্যে ভারতের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিবেন ট্রাম্প

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সর্বশেষ ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও সম্প্রতি আরও শুল্ক বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।

এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) ট্রাম্প বলেছেন, তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উচ্চতর শুল্ক আরোপ করবেন।

একদিন আগে এ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ান তেল কেনার বিষয়ে ভারতের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছেন তিনি। তবে, ট্রাম্পের হুমকিকে “অযৌক্তিক” বলে অভিহিত করে আসছে ভারত সরকার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি।

কারণ, তারা রাশিয়ার তেল কিনছে। এর আগে গতকাল সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছিলেন,

রাশিয়ার তেল কেনার দায়ে তিনি ভারতের পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। এমন সময় ট্রাম্প এ হুমকি দিলেন, যখন ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *