মুখে দাড়ি মাথায় টুপি পরে বিমানে ওঠায় মুসলিম যাত্রীর উপর ভারতীয়দের হামলা!

কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদির দেশে মুসলিম নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে বিমানের মত যানবাহনেও এবার মুসলিম নির্যাতনের নেক্কারজনক ঘটনার জন্ম দিলো ভারতীয়রা।

ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এক মুসলিম যাত্রীর ওপর মারধরের ঘটনা ঘটেছে, কারণ তিনি বিমানে উঠেছিলেন রাসূল (সা.) এর সুন্নাত মুখ ভর্তি দাড়ি ও মাথায় টুপি নিয়ে। যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানা যায়, সম্প্রতি কয়েকদিন আগে, ভারতের দিল্লি থেকে মুম্বাইগামী একটি বিমানে ৩২ বছর বয়সী মুসলিম যাত্রী আদিল মির্জা যখন বিমানটিতে উঠছিলেন, তখন বিমান সেবিকার সঙ্গে কিছু যাত্রী তার ধর্মীয় পরিচয় নিয়ে

অশোভন আচরণ শুরু করে। তাদের অভিযোগ ছিল, মুখে দাড়ি ও মাথায় টুপি পরা ব্যক্তিরা বিমানে নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।”

এরপর, বিমানের অন্যান্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি করলেও কট্টর ইসলাম বিদ্বেষী এক ভারতীয় তার দাড়ি ভর্তি মুখে চড় মেরে বসেন। যে ঘটনায় এখন উত্তপ্ত ভারতীয় মুসলিম সমাজ।

এই ঘটনা ভারতের সমাজে আবারও ধর্মীয় সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক বিভাজনের প্রশ্ন তুলে ধরেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ঘটনা তদন্তের দাবি উঠেছে। আর কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও মুণ্ডুপাত চলছে ভারতীয় হিন্দুত্ববাদীদের এই আচরণে।

সামাজিক মাধ্যম ফেইসবুকে ভিডিওটি শেয়ার করে ইরফান মাহমুদ নামের এক মুসলিম ভারতীয় হিন্দিতে লিখেছেন, ‘ইয়ে ক্যাসা দেশহে! যিছমে হাম বিলকুলভি সুরাক্সাৎ নেহিরাহি। হামকো বাঁচানে কোয়ি নেহিহে কেয়া? কাহা রাহিহে আজ মোদিজি?’ যার বাংলা অর্থ, ‘ এ কেমন দেশ, এখানে আমরা একদমই নিরাপদে নেই। আামদের বাঁচানোর মত কি কেউ নেই? কোথায় আজ নরেন্দ্র মোদি?’

পূজা শর্মা নামের আরেক ভারতীয় ভিডিওটি শেয়ার করে হিন্দিতে লিখেছেন, যার বাংলা অর্থ, ‘মুসলিম হলে আর মুখে দাড়ি টুপি পড়লেই কি সে টেরোরিস্ট? এ কেমন দেশ? ধর্মীয় বিভাজনকে পুঁজি করে নির্যাতন করা হয় অন্য ধর্মের লোকদের? আর যে এভাবে হাত তুলেছে সেই মুসলিমের উপর তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। এটা কোন মানুষের আচরণ হতে পারে না।’

এভাবেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী ও ভারতীয় এই ব্যক্তিদের মুণ্ডুপাত করছেন সাধারণ ভারতীয় নেট-নাগরিকরা। আর বাংলাদেশিরা ভাইরাল ভিডিও‘র কমেন্ট বক্সে রীতিমতো ভারতীয়দের মুসলিম নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ব্যক্তিকে আইনের আওতায় আনারও দাবি অনেকের।

ভারতীয় কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী কসাইখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে ধর্মীয় সহিষ্ণুতা এবং সমাজের ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। আদিল মির্জার ওপর আক্রমণের ঘটনাটি ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ভারতজুড়ে ধর্মীয় বৈষম্য ও ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে, যা ভারতের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *