সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, তবে……

গাজায় যুদ্ধবিরতি না হলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

রবিবার (২৯ জুলাই) রাতে এক ক্যাবিনেট বৈঠকের লিখিত সারাংশে স্টারমার জানান, ইসরায়েল যদি “গাজায় চলমান ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে সম্মত না হয়,

পশ্চিম তীর দখল না করার নিশ্চয়তা না দেয় এবং একটি দীর্ঘমেয়াদি দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে প্রতিশ্রুতি না দেয়” — তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

স্টারমার আরও বলেন, “ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না।” তিনি জানান, যুক্তরাজ্যের অবস্থান অপরিবর্তিত — হামাসকে অবশ্যই সকল জিম্মি মুক্ত করতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, গাজা শাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না এবং তাদের অস্ত্র জমা দিয়ে নিরস্ত্র হতে হবে।

স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন, জাতিসংঘ অধিবেশনের আগে তিনি পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় কোনো পক্ষই এককভাবে সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *