তৃতীয় সন্তান জন্মের আগে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল দিদারুলের

নিউ ইয়র্কের ম্যানহাটনের বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে এক বাংলাদেশি আছেন। তাঁর নাম দিদারুল ইসলাম (৩৬)। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার ওই ঘটনায় দিদারুলসহ পাঁচজন নিহতের খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী দিদারুল বহুতল ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে। তৃতীয় সন্তান জন্মগ্রহণের অপেক্ষা আছে দিদারুলের পরিবার।

নিউ ইয়র্কের বঙ্কস কাউন্টিতে থাকে দিদারুলের পরিবার। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রাতেই রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক সিটি পুলিশে দিদারুল সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিল। গাড়ির ভেতর কয়েক রাউন্ড গুলিসহ একটি রাইফেলের কেস, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ পাওয়া গেছে।

জেসিকা টিশ আরও জানান, বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা (২৭)। তিনি চারজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, এফবিআইয়ের প্রাথমিক তদন্তে শেন তামুরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *