মৃত্যুর আগে সঞ্জয়কে এক নারী ভক্ত দিয়ে গেলেন ৭২ কোটি টাকার সম্পদ, তারপর যা ঘটল…

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জানান, এক সময় তাঁকে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছিলেন এক নিবেদিতপ্রাণ ভক্ত। কিন্তু সেই সম্পত্তি তিনি ফেরত দিয়েছেন।

‘কার্লি টেলস’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত ২০১৮ সালের বহুল আলোচিত সেই ঘটনার কথা তুলে ধরেন।
ঘটনার কেন্দ্রে ছিলেন নিশা পাটিল নামের এক মরণাপন্ন নারী, যিনি মৃত্যুর আগে নিজের পুরো সম্পত্তি অভিনেতা সঞ্জয় দত্তের নামে উইল করে যান।

সঞ্জয় দত্ত বলেন, “আমি ওটা তাঁর পরিবারকে ফিরিয়ে দিয়েছি।”

জানা যায়, ৬২ বছর বয়সী সেই নারী তাঁর মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তি সঞ্জয় দত্তের নামে হস্তান্তরের জন্য ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন।

সঞ্জয় দত্ত ১৯৮১ সালে রকি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর ক্যারিয়ারে নাম, সাজন, খলনায়ক, বাস্তব ও মুন্না ভাই এম.বি.বি.এস.-এর মতো বহু জনপ্রিয় সিনেমা রয়েছে।

সাফল্যের পাশাপাশি তিনি ব্যক্তিগত ও আইনি নানা চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছেন। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেন, যা তিনি ২০১৬ সালে শেষ করেন।

চলতি বছরই মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি ভূতনি এবং হাউসফুল ৫। সামনে তাঁকে দেখা যাবে তেলেগু ছবি অখণ্ড ২-তে, যেখানে তিনি অভিনয় করেছেন বালকৃষ্ণার সঙ্গে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *