ইরানে রক্তাক্ত হামলা, নিহত ৮!

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিচার বিভাগের কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত আটজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক এবং তিনজন হামলাকারী।

বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, “অজ্ঞাতনামা বন্দুকধারীরা দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রের ওপর হামলা চালায়।”

সংবাদমাধ্যমটি আরও জানায়, “এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।”

অন্যদিকে, আইআরএনএ-এর আলাদা প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তিনজন হামলাকারী নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *