অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ের বিয়ে,খরচ হচ্ছে কত?

আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবসের। হাজার হাজার লাল গোলাপ দিয়ে সাজানো হচ্ছে ফুলের প্রদর্শনী।

রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। ১২শ শতকের এই নরম্যান স্থাপনায় কাজ করেছেন প্রায় ২০ জন ফুলশিল্পী, সেট ডিজাইনার ও নিরাপত্তাকর্মী।

গির্জার ভেতরে প্রতিটি আসনের মাথায় বসানো হয়েছে লাল গোলাপ, গির্জার মূল পথ ঘিরে রাখা হয়েছে বিচ গাছের ডাল দিয়ে এবং বেদীর সামনে সাজানো হয়েছে ১০১টি মোমবাতি।

পাশাপাশি, আইলের ওপর বিছানো হয়েছে দুটি ১৫ হাজার পাউন্ড মূল্যের পার্সিয়ান কার্পেট। ২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত ‘এস্টেল ম্যানর’ হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও। রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *