মাকে অপমান, প্রতিশোধ নিতে ১০ বছর পর যা করলেন ছেলে

প্রায় ১০ বছর আগে মনোজ কোনো একটি ঘটনায় সোনুর মাকে মারধর করেন এবং এলাকা ছেড়ে পালিয়ে যান। সে সময় থেকেই মনোজের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন সোনু এবং তাকে খুঁজে বেড়াতে থাকেন।

সময় পেরিয়ে যায়, কিন্তু সোনু হাল ছাড়েন না। অবশেষে তিন মাস আগে তিনি লক্ষ্ণৌর মুনশি পুলিয়া এলাকায় মনোজকে দেখতে পান। তখনই শুরু হয় পরিকল্পনা। মঙ্গলবার (২২ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিশোধের গল্প হলো সোনু কশ্যপ নামের ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌর এক তরুণের। এই তরুণ মায়ের অপমানের প্রতিশোধ নিতে লক্ষ্ণৌর রাস্তায় ১০ বছর ধরে সেই মানুষটিকে খুঁজেছেন। ওই ব্যক্তির নাম মনোজ কুমার।

ওই নারীর সেই সন্তানের নাম সোনু কশ্যপ। সোনুর বন্ধুরা খুনের পরিকল্পনায় তার সঙ্গে যোগ দেয়। শুধুমাত্র এই প্রতিশ্রুতিতে যে হত্যার পরে তাদের একটি পার্টি দেওয়া হবে। তারা একটি সুপরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়ন করে মনোজকে হত্যা করে।

এই ব্যক্তি লক্ষ্ণৌতে ডাব বিক্রি করতেন। মনোজকে খুনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্ট নজরে আসে পুলিশেরও। সেই ছবির সূত্র ধরেই খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজন সবাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন সোনু, রণজিৎ, আদিল, সালামু ও রহমত আলী। প্রায় ১০ বছর আগে মনোজ কোনো একটি ঘটনায় সোনুর মাকে মারধর করেন এবং এলাকা ছেড়ে পালিয়ে যান।

সে সময় থেকেই মনোজের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন সোনু এবং তাকে খুঁজে বেড়াতে থাকেন। সময় পেরিয়ে যায়, কিন্তু সোনু হাল ছাড়েন না। অবশেষে তিন মাস আগে তিনি লক্ষ্ণৌর মুনশি পুলিয়া এলাকায় মনোজকে দেখতে পান। তখনই শুরু হয় পরিকল্পনা।

মনোজের রুটিন পর্যবেক্ষণ করতে থাকেন সোনু। মনোজ কোথায় যান, কখন দোকান বন্ধ করেন—সবকিছু খেয়াল করেন। এরপর তিনি তার চার বন্ধুকে সঙ্গে নেন এবং তাদের বলেন, মনোজকে খুনের পর পার্টি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *