
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে পিটিয়ে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৪ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু কাজী আব্দুল কাদের কাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, সোহাগ হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের অভিযানে এটি সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) র্যাব-১১ এর মিডিয়া উইং জানায়, গ্রেপ্তারের পর নান্নু কাজীকে র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
নান্নু কাজী ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সে হত্যাকাণ্ডে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।