গাজায় যুদ্ধবিরতি নিয়ে বড় সুসংবাদ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত বন্ধে আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্যাপনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। কিছুক্ষণ আগেই আমি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি।”

তবে তিনি কারা সেই আলোচনায় অংশ নিয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধ বন্ধের শর্তে তারা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল জানিয়ে দিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র ও বিলুপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। অন্যদিকে, হামাস তাদের অস্ত্র সমর্পণের কোনো ইঙ্গিত দেয়নি।

এই অবস্থায় কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—উভয়পক্ষের কঠোর অবস্থান সত্ত্বেও সম্ভাব্য যুদ্ধবিরতির কাঠামো কেমন হবে এবং এটি কতটা টেকসই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *